গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাহ শহরে ইসরাইলের সম্ভাব্য সর্বাত্মক অভিযানের সময় ঘনিয়ে আসার আগেই সেখানের উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মে মাসেই সেখান থেকে মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
রাফাহতে অভিযান না চালাতে আমেরিকার বারবার অনুরোধ করার পরও সেটি আমলে নেয়নি ইসরাইল। উল্টো গেলো সাত মাসের মধ্যে গাজাতে সবচেয়ে বড় আকারের ও অনেক বেশি শক্তি নিয়ে রাফাহতে অভিযানের প্রস্তুতি শুরু করেছে। ধারণা করা হচ্ছে মে মাসের শুরুতেই এই হামলা শুরু হবে।
এমনিতেই ইসরাইলের মারমুখী হামলার কারণে গাজায় ত্রাণ তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে বলে আগে থেকেই জানিয়ে আসছে জাতিসংঘ। তার উপর রাফাহতে হামলা শুরু হলে ব্যাপক মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কারণ ইসরাইলের হামলা শুরুর পর সেখানেই সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে।
তাই মানবিক সাহায্য পাঠাতে মার্কিন সেনাবাহিনী গাজা উপকূলের কাছে সমুদ্রের ওপর অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে। মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাওয়ার কথা। বাইডেন মার্চে এই ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই উদ্যোগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না।
তবে অস্থায়ী বন্দর গাজার প্রায় ২৩ লাখ মানুষের জন্য বাস্তবে কত পরিমাণ ত্রাণ পাঠাতে সাহায্য করবে এবং সেই সহায়তা স্থলপথে কীভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। কারণ, আমেরিকার কোন ভালো কথায় এখন আর কান দিচ্ছে না ইসরাইল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, অস্থায়ী এই বন্দরে পাঠানো মানবিক সাহায্য ইসরাইলি চেকপোস্টের অনুমোদনের পর গাজার ভেতরে পাঠানো যাবে। হামাসের যোদ্ধাদের কাছে কোনো ত্রাণ যাতে না পৌঁছায়, ইসরাইল তা নিশ্চিত করতে চায়৷ গোটা প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে চায় দেশটি।
অস্থায়ী বন্দর তৈরির কাজ শেষ হলে প্রথম পর্যায়ে ৯০টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে। কাজ পুরোপুরি শেষ হলে ১৫০ ট্রাক সেই বন্দরে প্রবেশ করতে পারবে। ইসরাইলি চেকপোস্টের উপর ট্রাক চলাচলের গতি অনেকটাই নির্ভর করবে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সেখানে নিরাপত্তা ও রসদ ব্যবস্থাপনায় সহায়তা করবে। মার্কিন সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করতে কয়েক হাজার সৈন্যের এক বিশেষ ব্রিগেড সক্রিয় রয়েছে । উল্লেখ্য, নির্মীয়মাণ অস্থায়ী বন্দরের কাছাকাছি বুধবার মর্টার হামলা ঘটেছে।