সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

গাজা উপকূলে অস্থায়ী বন্দর বানাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:০০ পিএম

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাহ শহরে ইসরাইলের সম্ভাব্য সর্বাত্মক অভিযানের সময় ঘনিয়ে আসার আগেই সেখানের উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মে মাসেই সেখান থেকে মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে দেশটির।

রাফাহতে অভিযান না চালাতে আমেরিকার বারবার অনুরোধ করার পরও সেটি আমলে নেয়নি ইসরাইল। উল্টো গেলো সাত মাসের মধ্যে গাজাতে সবচেয়ে বড় আকারের ও অনেক বেশি শক্তি নিয়ে রাফাহতে অভিযানের প্রস্তুতি শুরু করেছে। ধারণা করা হচ্ছে মে মাসের শুরুতেই এই হামলা শুরু হবে।

এমনিতেই ইসরাইলের মারমুখী হামলার কারণে গাজায় ত্রাণ তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে বলে আগে থেকেই জানিয়ে আসছে জাতিসংঘ। তার উপর রাফাহতে হামলা শুরু হলে ব্যাপক মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কারণ ইসরাইলের হামলা শুরুর পর সেখানেই সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে।

তাই মানবিক সাহায্য পাঠাতে মার্কিন সেনাবাহিনী গাজা উপকূলের কাছে সমুদ্রের ওপর অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে। মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাওয়ার কথা। বাইডেন মার্চে এই ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই উদ্যোগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না।

তবে অস্থায়ী বন্দর গাজার প্রায় ২৩ লাখ মানুষের জন্য বাস্তবে কত পরিমাণ ত্রাণ পাঠাতে সাহায্য করবে এবং সেই সহায়তা স্থলপথে কীভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। কারণ, আমেরিকার কোন ভালো কথায় এখন আর কান দিচ্ছে না ইসরাইল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, অস্থায়ী এই বন্দরে পাঠানো মানবিক সাহায্য ইসরাইলি চেকপোস্টের অনুমোদনের পর গাজার ভেতরে পাঠানো যাবে। হামাসের যোদ্ধাদের কাছে কোনো ত্রাণ যাতে না পৌঁছায়, ইসরাইল তা নিশ্চিত করতে চায়৷ গোটা প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে চায় দেশটি।

অস্থায়ী বন্দর তৈরির কাজ শেষ হলে প্রথম পর্যায়ে ৯০টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে। কাজ পুরোপুরি শেষ হলে ১৫০ ট্রাক সেই বন্দরে প্রবেশ করতে পারবে। ইসরাইলি চেকপোস্টের উপর ট্রাক চলাচলের গতি অনেকটাই নির্ভর করবে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সেখানে নিরাপত্তা ও রসদ ব্যবস্থাপনায় সহায়তা করবে। মার্কিন সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করতে কয়েক হাজার সৈন্যের এক বিশেষ ব্রিগেড সক্রিয় রয়েছে । উল্লেখ্য, নির্মীয়মাণ অস্থায়ী বন্দরের কাছাকাছি বুধবার মর্টার হামলা ঘটেছে।

এআরএস
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গেলো মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় আবারও নির্বিচার গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। টানা চারদিনের হামলায় অন্তত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শতাধিকই...
২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ অক্টোবরের ওই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের নিরাপত্তা প্রধান রনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী...
ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। কিয়েভের কর্তা ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে রাজি তিনি। তার এই ঘোষণার পরপরই ইউরোপজুড়ে নানামুখী তৎপরতা শুরু হয়ে গেছে।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ারসার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর সময় পায় বান্ডিল বান্ডিল টাকা। পুলিশও সেখানে ছিলো। এই খবর সামনে আসার পরই ভারতজুড়ে...
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত দুইদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার...
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত