মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপি সোমবার (১৭ মার্চ) এ খবর জানায়।
এএফপির খবরে বলা হয়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের বলেন, তিনি ইতোমধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ‘কিছু সম্পদ’ ভাগাভাগির বিষয়ে আলোচনা করছেন। এ নিয়ে ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আরো বিস্তারিত কথা বলবেন।
ট্রাম্প বলেন, এই সপ্তাহে এ বিষয়ে অনেকগুলো পরিকল্পনা করেছি। আমরা যুদ্ধের শেষ দেখতে চাই।