সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ৯০ দিনের জন্য স্থগিত, ব্যতিক্রম চীন

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১১:৪১ এএম

শুল্ক বসানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ব্যতিক্রম চীন। দেশটির ওপর শুল্ক বাড়ানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, সব দেশের ওপর ১০ শতাংশ হারে শুল্ক বহাল থাকবে। তবে সমহারে যে শুল্ক বসানোর ঘোষণা হয়েছিলো, তা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হলো। কিন্তু চীনের ক্ষেত্রে শুল্ক আরো বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

ডয়চে ভেলের খবরে বলা হয়, ট্রাম্প তার এই সমহারে শুল্ক বসানোর ঘোষণা করার পরই বিশ্বজুড়ে শেয়ার বাজারে প্রভাব পড়ে। শেয়ারের দাম নিম্নমুখি হয়। মন্দার আশঙ্কা দেখা দেয়। আমেরিকাতেও ক্ষুব্ধ মানুষ প্রতিবাদ জানান। প্রায় সব দেশই উদ্বিগ্ন হয়ে পড়ে।

হোয়াইট হাউসের দাবি, ৭৫টি দেশ আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করতে চেয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই ঘোষণার পর আরো দেশ আলোচনায় বসতে চাইবে।

এর আগে হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, শুল্ক স্থগিত রাখা হবে না।  তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক বসানোর সিদ্ধান্ত থেকে তিনি পুরোপুরি সরে আসেননি বরং ৯০ দিন স্থগিত রেখেছেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠেছে, এটা কি কৌশলগতভাবে পিছিয়ে যাওয়া, চাপের কাছে নতিস্বীকার করা, নাকি এটা ট্রাম্পের আলোচনা করে অন্য দেশকে মার্কিন পণ্যের ওপর শুল্ক কম করার কৌশল? কারণ যাই হোক না কেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে শেয়ার বাজার চাঙ্গা হয়েছে।

একাত্তর/আরএ
রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসের ১৩ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের তিন দেশ -সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত