হোয়াইট হাউসকে এপির নিষেধাজ্ঞা তোলার নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে সংবাদসংস্থা এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে অন্য সাংবাদিকদের মতোই ঢুকতে দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিচারক।
আমেরিকার জেলা বিচারক ট্রেভর এন ম্যাকফাডেন তার রায়ে জানিয়েছেন, হোইয়াট হাউস যদি কোনো সাংবাদিকের জন্য তাদের দরজা খুলে রাখে তাহলে অন্য সাংবাদিকদের ভিন্ন মতামতের কারণে সেই দরজা বন্ধ করে দিতে পারে না।
ডয়চে ভেলের খবরে বলা হয়, গালফ অফ মেক্সিকোকে গালফ অফ আমেরিকা লিখতে অস্বীকার করে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি। সেই কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলো হোয়াইট হাউস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক বিচারক হোয়াইট হাইসকে এই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন।
ডিসট্রিক্ট জাজ ট্রেভর এন ম্যাকফাডেন তার রায়ে জানিয়েছেন, ওভাল অফিস হোক বা ইস্ট রুম -হোইয়াট হাউস যদি কোনো সাংবাদিকের জন্য তাদের দরজা খুলে রাখে তাহলে অন্য সাংবাদিকদের ভিন্ন মতামতের কারণে সেই দরজা বন্ধ করে দিতে পারে না। এটা সংবিধান স্বীকৃত।