যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে বলে যে দাবি করেছে তা অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছেন। তবে ভারত আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
ভারত জানিয়েছে, তাদের দীর্ঘদিনের জাতীয় একটি অবস্থান রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই নীতির কোনো পরিবর্তন হয়নি।
এছাড়া, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান বৈঠকে বসতে রাজি বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে বিবৃতি দিয়েছে সেটিও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ট্রাম্পের দাবি ছিলো, তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বাণিজ্য নিয়ে কোনো আলোচনাই হয়নি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময় আমেরিকার সঙ্গে কয়েক বার কথা হয়েছিল নয়াদিল্লির। তবে বাণিজ্য নিয়ে কখনও কোনো কথা হয়নি।