সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

ট্রাম্প-ইলন ঝগড়ার শেষ কোথায়?

আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অকৃতজ্ঞ’ বলেও সমালোচনা করেছেন মাস্ক।

সেই সাথে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী দাবি করেছেন, তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প।

মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেছেন ইলন মাস্ক। গেল মঙ্গলবার বিলটিকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান মাস্ক।

তিনি বলেন, এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না।

পরে সামজিক যোগাযোগমাধ্যমে মাস্ককে ব্যাতিকগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স বলে, মাস্কের কোম্পানির সাথে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, বাজেটে শত শত কোটি ডলার সাশ্রইয়ের উপায় হল ইলনের সাথে সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা। ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের ‘টেসলার’ দরপতন হতে শুরু করেছে।

কয়েক ঘণ্টার মধ্যেই শেয়ার দর নেমে যায় ১৪ দশমিক তিন শতাংশে। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ট্রাম্পকে অবশ্যই অভিশংসিত করা উচিত।

তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেছেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

ফলে, ট্রাম্পের অভিশংসিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে, এক সময়ের দুই বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এআরএস
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই রেশ ধরে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা...
ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ও ন্যাটো সামরিক জোটের সাম্প্রতিক সব...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিলো না রাশিয়া। উল্টো ট্রাম্পের আল্টিমেটামকে ‘নাটুকেপনা’ হিসাবে বর্ণনা করেছেন রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি...
মার্কিন সরকারে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় কিছুটা রাশ টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর্থিক প্রণোদনার বিনিময়ে বা অন্য কোনো কারণে হাজার হাজার কর্মী ইতোমধ্যে স্বেচ্ছায় অবসর...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত