গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীও রয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৫৭ জন নিহত এবং ৩৬৩ জন আহত হয়েছেন।
এরইমধ্যে, গত সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উত্তেজিত হয়ে নেতানিয়াহুকে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন।
এদিকে ইসরাইলের অবরোধ ভাঙতে সড়কপথে গাজার দিকে রওনা দিয়েছেন দেড় হাজারের বেশি অধিকারকর্মী। তারা তিউনিশিয়া থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছে গেছেন। এখন তারা সেখান থেকে মিসরে যাওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে।
গত সপ্তাহে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গসহ ১২ অধিকারকর্মীকে ইসরাইল আটক করার পর গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। গ্রেটাসহ চারজনকে ছেড়ে দিলেও বাকিদেরকে এখনও আটকে রেখেছে ইসরাইল।