ঈদের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ। ঈদকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। ফলে আজ অফিস শেষ করে ছুটিতে যাবেন তারা।
বুধবার পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি। এরপরের দিন নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) এই তিন দিন ঈদের ছুটি।
রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার অফিস শেষ করে টানা পাঁচ অথবা ছয় দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ছয় দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে পাঁচ দিন।
আরও পড়ুন: চার সচিবের কর্মক্ষেত্রে রদবদল, একজনের পদোন্নতি
মোট ছুটি পাঁচ দিন হলে ২৪ এপ্রিল আর ছয় দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস চালু হবে। এদিন থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানান।
একাত্তর/এসজে