আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো আজ। একুশের প্রথম প্রহর থেকেই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের সারি দেখা যায় শহীদ মিনারে।
তবে সকালের আলো ফুটতেই তরুণপ্রাণে মুখরিত হয়ে ওঠে বাংলার মেঠো থেকে রাজপথ। হাতে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ বেদিতে হাজির হতে শুরু করে সব বয়সের মানুষ। যদিও একুশে ফেব্রুয়ারিতে তরুণদেরই আধিক্য থাকে।
সারাদেশে একুশের আনুষ্ঠনিকতা নিয়ে একাত্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের প্রতিবেদন-
চট্টগ্রাম
একুশে ফেব্রুয়ারির সব ভাষা শহীদদের স্মরণ করে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে পুলিশের একটি চৌকষ দল সশস্ত্র শ্রদ্ধা জানান। এরপর সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ফুল দিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। তারপর শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তাদের শ্রদ্ধা নিবেদনের পরপর মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে।
হাকিমপুর, দিনাজপুর
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
বুধবার রাত ১২টা ০১ মিনিটে উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, পৌরসভা, পানামা হিলি পোর্ট, কাষ্টমস, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পাটি, সহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান।
পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।
ঝালকাঠি
ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। পরে সিভিল সার্জন, ঝালকাঠি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমির হোসেন আমু।
রংপুর
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, রংপুর সিটি কর্পোরেশন, বিভাগীয় প্রশাসন, ডিআইজি রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ছাড়াও সর্ব স্তরের মানুষ ।
সিলেট
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে সিলেটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় প্রশাসন, সিলেট, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বে সরকারি প্রতিষ্ঠান। এর পর ভোরে নগরীতে নগ্ন পায়ে প্রভাতফেরীর করে সম্মেলিত নাট্য পরিষদ সিলেট। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রভাতফেরিটি গিয়ে শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। দিন ভর নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস
ফেনী
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার জাকির হাসান শ্রদ্ধা নিবেদন করেন। ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
এছাড়া শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদ সালাম পরিবার, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাবসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
জেলা প্রশাসন শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়।
লালমনিরহাট
লালমনিরহাটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লালমনিরহাট ৩ আসনের সাংসদ এ্যাড, মতিয়ার রহমান পুষ্পস্তবক অর্পন করেন।এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ সহ সকল স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ঝালকাঠি
ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। পরে সিভিল সার্জন, ঝালকাঠি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমির হোসেন আমু।
রংপুর
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, রংপুর সিটি কর্পোরেশন, বিভাগীয় প্রশাসন, ডিআইজি রংপুর রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ছাড়াও সর্ব স্তরের মানুষ।
সিলেট
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে সিলেটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় প্রশাসন, সিলেট, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বে সরকারি প্রতিষ্ঠান। এর পর ভোরে নগরীতে নগ্ন পায়ে প্রভাতফেরীর করে সম্মেলিত নাট্য পরিষদ সিলেট। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রভাতফেরিটি গিয়ে শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। দিন ভর নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস।
রাজবাড়ী
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বুধবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা কর্মীরা।
পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে বের করা হয় একটি শোক র্যালি। যার নেতৃত্ব দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আলাদাভাবে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
এর আগে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২ টা ১ মিনিটে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।
নরসিংদী
নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। শহরের স্টেডিয়াম সংলগ্ন নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে প্রদীপ জ্বেলে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফারহানা আহমেদ। এর পর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাগেরহাট
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাগেরহাটে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার আবুল হাসনাত খান শ্রদ্ধা জানান। এর পর একে একে বাগেরহাট-১ এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যের পক্ষে, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাগেরহাট প্রেসক্লাব,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
রাঙ্গামাটি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে রাঙ্গামাটির সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। সংসদ সদস্য জরতি তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরি, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরি, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ভোর অবধি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে রুহের মাগফেরাত কামনা করা হয়।
বরিশাল
বরিশালে গভীর শ্রদ্ধা আর নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ১৩১ টি সংগঠনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সকাল থেকে সবমিলিয়ে সাড়ে তিন শতাধিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। একুশের প্রথম প্রহরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের পক্ষে শ্রদ্ধা জানান। দিনের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসেন শ্রদ্ধা জানাতে।
সকাল দশটায় শহিদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটেরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
এই প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুরা বলে, আজ মাতৃভাষা দিবসে তারা শহীদ মিনার, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ছবি এঁকেছে। এছাড়াও এঁকেছে সাথে বাংলাদেশের পতাকা ও মানচিত্রের ছবি।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিজয় স্তম্ভে বইমেলার উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রাম-আসনের সাংসদ ডা. মো. হামিদুল হক খন্দকার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ সাইদুর আরিফ,পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষ্যে ১২টা এক মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার বিভিন্ন স্তরের প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুলকলেজের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।