সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

ভাষা আন্দোলনের ইতিহাসে বাদ দেয়া হয়েছিলো বঙ্গবন্ধুকে: হাসিনা 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে মহান ভাষা আন্দোলনের ইতিহাস লেখা হলেও জাতির পিতার অবদানকে অস্বীকার করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশে স্বাধীনতাসহ সব আন্দোলনেই বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার দেশের একশ্রেণীর মানুষের স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার আদায়ে নানা ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের। আর বাঙালির যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস লেখা হয়েছিলো। স্বাধীনতা ও সব আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা আমাদের দেশের একশ্রেণীর মানুষের স্বভাব। দেশের কিছুই ভালো লাগে না তাদের।

‘ইতিহাস মুছে ফেলা যায় না। তাই জাতির পিতার অবদানকে অস্বীকার করা যায়নি,’ বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। জনগণের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি আনার লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন।

এদিকে বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, অপকর্মকারী ও গণতন্ত্রের বাধা প্রদানকারীদের কাছে গণতন্ত্রের সবক শুনতে হয়। ৩৫ বছর পিতার হত্যার বিচার পায়নি। আজ যারা মানবাধিকারের কথা বলে, তারা তখন কোথায় ছিলো।

১৯৯৬ সালে ভোট চুরির জন্য জনগণ বিএনপিকে বয়কট করায় খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকেই পদত্যাগ করতে বাধ্য হয় বলেও জানান তিনি।

আওয়ামী লীগ প্রধান বলেন, দেশে-বিদেশে তদবির অপচেষ্টা করেও ভোট বন্ধ করতে পারেনি বিএনপি।

টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে দেশের মানুষের জনগণের ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।বলেন, ১৯৪১ এর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আওয়ামী লীগ সবসময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে আসছে। উন্নয়ন অগ্রযাত্রার পথে এই সরকারকে কেউ পিছনে টেনে ধরতে পারবে না।

আরবি
বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে...
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রক্তের বিনিময়ে কেনা বর্ণমালা! মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা!
আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে সংস্কার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত