দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গেলো ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫৬৬ জনকে সরাসরি অভিযানে এবং এক হাজার ৯৯ জনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
আসামি গ্রেপ্তারের পাশাপাশি অভিযান চলাকালে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা।
এর আগে ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।