সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

গুমবিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন ও কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:০৪ পিএম

জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বৈঠক করেছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুমবিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন করা। এ আইনের অধীনে একটি কমিশন গঠন করা হবে। 

সোমবার (১৬ জুন) সকালে সচিবালয়ে তার নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

বৈঠকে উপস্থিত ছিলেন, জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্য গ্রাজিনা বারানোউস্কা, মিস আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ও মো. জাহিদুল ইসলাম। এছাড়া আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। গুম বিষয়ক আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, তারা আইন বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তারা সব ধরনের সহযোগিতা করবেন। বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দিতে পারেন। আমরা বিশ্বাস করি, টেকনোলজিক‍্যাল সাপোর্ট নিতে পারি।

এসময় গুম বিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়নের বিষয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক আইন (অধ্যাদেশ) প্রণয়ন করা। গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে। 

এদিকে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এর ক্ষেত্রে পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। বলেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। 

তিনি আরও বলেন, আমরা প্রস্তাব তুলে ধরতে পারি। তবে কি হবে তা উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে। কর্মচারীদের ধৈর্য‍্য ধরে কর্মসূচি দেয়ার আহবান।

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি বুধবার (১৬ জুলাই)।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড....
জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলায়নি- এমনটাই মনে করছেন আন্দোলনে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নারীরা। মতামত ও মেধার মূল্যায়ন না দিয়ে নারীদের প্রতীকী করে রাখা হয়েছে বলেও...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত