রমজান মানেই রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে থাকে ইফতারের রকমারি আয়োজন। ব্যতিক্রম নয়, ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় হোটেল- ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের সুস্বাদু বুফে ইফতার ও ডিনারে রমজানের স্বাদের সাথে নিয়ে এসেছে বিশেষ এবং আকর্ষণীয় অফার।
ঢাকা রিজেন্সির ফুড ফ্যান এবং ভোজন রসিকরা ব্যুফে ইফতার ও ডিনারে ঢাকার সব থেকে বড় লয়াল্টি মেম্বারশিপ প্রোগ্রাম ‘ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব’ কার্ড ব্যবহারেই উপভোগ করতে পারবে একইসাথে ‘বাই টেন গেট টেন’ ফ্রি অফার।
শুধু তাই নয়, রয়েছে কাপল এয়ার টিকেট, জনপ্রিয় ব্র্যান্ডের গিফট ভাউচার এবং আরও অনেক অনেক উপহার জিতার সুযোগ। রমজান মাসের প্রতি বুধবার র্যাফেল ড্র প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে।
এছাড়াও বিশেষ অনুষ্ঠান যেমন ইফতার পার্টি, ফ্যামিলি গেট টুগেদার, কর্পোরেট ইভেন্ট ইত্যাদি উদযাপন করতে ঢাকা রিজেন্সিতে প্ল্যান করতে পারেন। কারণ রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সিতে বুক করলেই পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ভেন্যু; সঙ্গে কাস্টমাইজযোগ্য মেনু যার মূল্য শুরু হয়েছে ১৬০০ টাকা থেকে!
বিস্তারিত জানা যাবে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে অথবা ভিজিট করতে হবে: https://fb.me/e/3RGrVPn24 এই লিঙ্কে।