সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

জলবায়ু সঙ্কট মোকাবিলায় তরুণদের নিয়ে কর্মশালা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তরুণদের জলবায়ু নেতৃত্ব ও অ্যাডভোকেসির সক্ষমতা বৃদ্ধি করতে ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট স্কুল এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

রাজধানীর গুলশানের গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।

কর্মশালার অন্যতম প্রধান ফ্যাসিলিটেটর ছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। 

কর্মশালায় তিনি বলেন, তথ্য আদান-প্রদান করে তরুণ জলবায়ু কর্মীরা সংবাদমাধ্যমের পাশে থাকতে পারে। তবে কোনো ধরণের ভুল তথ্য যাতে দেওয়া না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। 

ব্রাইটার্সের ফাউন্ডার এবং ডিরেক্টর সাইদুর রহমান সিয়াম বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক ভূ-রাজনীতির একটি বড় অংশ এখন জলবায়ু পরিবর্তন।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ হাব মোবিলাইজেশন ও গ্লোবাল প্লাটফর্ম, প্রোগ্রাম অফিসার  দেওয়ান ওবায়দুল্লাহ আল ইমন, বাংলাদেশ ইয়ুথ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ফায়েজ বেলাল। 

কর্মশালাটি পরিচালনা করেন ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সঙ্কট মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এই কর্মশালার মাধ্যমে আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাশাপাশি বাস্তবভিত্তিক সমাধানের পথ দেখাচ্ছি।

অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা থেকে বলেন, এই কর্মশালার মাধ্যমে তারা জলবায়ু অ্যাডভোকেসির ক্ষেত্রে নতুন কৌশল ও দক্ষতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের নিজ নিজ অঞ্চলে কার্যকর পরিবর্তন আনতে সহায়তা করবে।

এই কর্মশালার মাধ্যমে ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ফাউন্ডার জলবায়ু সঙ্কট মোকাবিলায় তরুণদের শক্তিশালী আন্দোলনে যুক্ত করতে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি জানিয়েছে।

একাত্তর/এসি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষে খুলনার সিএসএস এভা সেন্টারে অনুষ্ঠিত হলো ‘ম্যানগ্রোভ হ্যাকাথন: জলবায়ু কর্মের জন্য প্রকৃতিভিত্তিক উদ্ভাবন।
গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘গ্লোবাল ইয়ুথ লিডারশীপ সেন্টার’ ২০ অক্টোবর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।কিভাবে তরুণরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে...
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আগে যা ভাবা হয়েছিলো, তার চেয়ে বেশি হবে বলে শঙ্কা প্রকাশ করেছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানির সংকটে পড়বে...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত