টেক্সাস থেকে মহাকাশযাত্রা করার আট মিনিটের মাথায় স্পেসএক্সের স্টারশিপ ভেঙে পড়েছে।
স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিলো। কিন্তু ইঞ্জিনে কিছু গোলমাল হওয়ায় মহাকাশযাত্রার সময় তা ভেঙে পড়ে।
স্পেসএক্সের পক্ষ থেকে কেট টাইস বলেছেন, এখন আমরা শুধু এটা জানাতে পারি, আমাদের রকেট ধ্বংস হয়েছে। এই পরীক্ষা নিয়ে আমাদের উত্তেজনা ছিলো, কিন্তু সাফল্য নিশ্চিত ছিল না।
ডয়চে ভেলের খবরে ইলন মাস্কের কোম্পানির কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, স্টারশিপের হঠাৎ দ্রুত অবতরণ শুরু হয়। তাদের টিম এখন সব তথ্য জোগাড় করে বোঝার চেষ্টা করবে কেনো এমন হলো। এ ধরনের পরীক্ষা থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে।