ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজধানীর ফার্মগেটে দৈনিক ডেইলি স্টার কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে জানানো হয়, প্রীতিকে হত্যা করা হয়েছে।
উপস্থিত জনতা এই সময় এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। এ সময় আন্দোলনকারীরা ফাঁসির দাবি তুলে শ্লোগান দিতে থাকেন।
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই ভবনের অষ্টমতলা তলা থেকে পড়ে মারা যান ১৫ বছর বয়সী গৃহকর্মী প্রীতি উরাং।
পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী ছিলো।