রোজায় সেহরি ইফতারি এমনকি গৃহস্থালির কাজে মিলছে না পানি। গত ১০ দিন ধরে পানির জন্য হাহাকার রাজধানীর শেওড়াপাড়ায়। বাইরে বাড়তি দামেও মিলছে না পানি। ওয়াসার পাম্পের কাজ চলমান থাকায় এই সংকট। বিকল্প ব্যবস্থা না করে রোজায় ভোগান্তিতে পড়ে মানুষ ওয়াসার ওপর ক্ষুব্ধ। সামগ্রিক বিষয় নিয়ে ঢাকা ওয়াসার বক্তব্য চাইলেও পাওয়া যায়নি।
মিরপুর শেওড়াপাড়া। ঘনবসতিপূর্ণ এলাকার কয়েক লাখ মানুষের বসবাস এখানে। রমজানের আগে থেকেই এই এলাকায় ওয়াসার পানির সাপ্লাই নেই। নামাজের জন্য ওজু করতে পারছেন না এলাকার বাসিন্দারা।
পাম্পের কাজ করছে ঢাকা ওয়াসা। যে কারণে পানি সংকটে শেওড়াপাড়ার বাসিন্দারা। তবে কাজ চলমান অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা করেনি ঢাকা ওয়াসা। বাসার নিচে বা ছাদে কোনো ট্যাঙ্কিতে নেই পানি। রোজায় পানির জন্য হাহাকার, ভোগান্তি চরমে।
স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। কেউ কেউ অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে স্থানান্তর করেছেন পরিবারকে। কিন্তু কর্মজীবীরা পড়েছেন বিপাকে। চেয়েছেন সমাধান।
ওয়াসার এটিএম বুথ থেকে লিটারে লিটারে পানি কিনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। খাওয়া-দাওয়ার পাশাপাশি গোসল ও টয়লেটের কাজে ব্যবহার করা হচ্ছে এই পানি।
শেওড়াপাড়া এলাকার পানির সমস্যার সমাধান নিয়ে কথা বলতে গেলে ওয়াসার কেউ কথা বলতে রাজী হননি।