সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সুরের ধারার শিক্ষার্থীরা নতুন সূর্যোদয়ের সঙ্গে গানে গানে স্বাগত জানায় বাংলা নববর্ষ ১৪৩২কে। পুরোনো বছরের ক্লান্তি, জরা মুছে দিয়ে ধরায় আনন্দ বার্তা ছড়ায় সম্মিলিত কণ্ঠে।
সোমবার (১৪ এপ্রিল) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল ছয়টায় বেঙ্গল মিউজিকের সঙ্গে শুরু হয় বর্ষবরণ ১৪৩২। সকাল ৯টা পর্যন্ত চলে এ আয়োজন।
এসময় নিজেদের তৈরি করা কয়েক স্তরের মঞ্চে একই রঙের পোশাকে পঞ্চ কবির বন্দনায় নতুন বছরকে স্বাগত জানায় তারা। সুরের ধারার শিক্ষার্থী ছাড়াও দেশের বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করছে এই অনুস্ঠানে। দেশের প্রায় সাড়ে তিনশ শিল্পী অংশ নেয় এই অনুষ্ঠানে। এবারের আয়োজনে ভিন্ন জাতি-গোষ্ঠীর শিল্পীরাও সংগীত পরিবেশন করছেন গান। রাঙামাটির ১২ জন শিল্পী অংশ নিয়েছে এই আয়োজনে। পরিবেশনায়।
২০১২ সাল থেকে এ আয়োজন ‘সুরের ধারা চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষবরণ’ শিরোনামে আয়োজিত হয়ে আসছিল। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজনটি সার্বিকভাবে সুরের ধারার।