বৈষম্যমূলক ডিটেইল্ড এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিল, ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালসহ ২০ দফা দাবি জানিয়ে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স এসোসিয়েশন।
মঙ্গলবার (২০ মে) সকাল থেকে রাজধানীর মতিঝিলে রাজউক কার্যালয়ের সামনে তারা অবস্থান নেয় সংগঠনটি। তাদের অভিযোগ, পতিত সরকারের কতিপয় দোসরদের প্রেসক্রিপশনে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তড়িঘড়ি কবে দেশের স্বার্থবিরোধী বেআইনি ড্যাপ ২০২২-২০৩৫ প্রকাশ করা হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেড়ে নেয়া হয় ঢাকা মহানগরের ভবন নির্মাণের অধিকার। সৃষ্টি করা হয় নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। যার ফলে কৃষি জমি ও বন্যা প্রবাহ এলাকা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে।
তাদের দাবি, ঢাকা মহানগরের ড্যাপের বিধি-বিধানগুলো স্থগিত করে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর আলোকে ভবন নির্মাণের অনুমতি প্রদান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজউক কার্যালয়ের সামনে অবস্থান ও আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।