তীব্র দাবদাহের পর ঢাকায় নামে স্বস্তির বৃষ্টি। দিনভর গরমে হাঁসফাঁস করা নগরবাসী খানিকটা স্বস্তি পেলেও —বৃষ্টির সাথে সাথেই চেনা চিত্র, জল ও যানজট। নিচু এলাকায় জমেছে পানি, ধীর গতিতে চলছে যান চলাচল।
বুধবার (২১ মে) হঠাৎ করেই নামে স্বস্তির বৃষ্টি। আকাশে মেঘের গুরু গর্জন নিয়ে বেলা তিনটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে সঙ্গে হাজির হয় নতুন ভোগান্তি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ধীর হয়ে এসেছে যান চলাচল।
অফিস ছুটির সময় বৃষ্টি কমে গেলেও দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। গরমের বিরক্তি থেকে স্বস্তি দিলেও, সামান্য বৃষ্টিতেই নগরের চেনা দুর্ভোগই যেন অপেক্ষায় থাকে।