সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

কক্সবাজারে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৪:৪৪ পিএম

কক্সবাজার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। যারা কক্সবাজারে অবস্থান করা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতার সাথে সাক্ষাতে এসেছিলো। তবে কোনো জঙ্গিদের মদদদাতা নেতা কক্সবাজারে অবস্থান করছে, তার পরিচয় জানায়নি র‍্যাব।

গ্রেপ্তার তিনজন হলেন -মোহাম্মদ জাকারিয়া মণ্ডল, মোহাম্মদ নিয়ামত উল্লাহ ও মোহাম্মদ ওজায়ের। জাকারিয়া মণ্ডল ময়মনসিংহের ফুলবাড়িয়া ও নিয়ামত এবং উজায়ের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার ছাত্র।

ঈদের ছুটির শেষে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজনই ঘর থেকে বের হয়ে চলে আসে কক্সবাজার।

তারপর বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে তাদের আটক করে র‍্যাব। উদ্ধার করা হয় লিফলেট, পুস্তিকা, বিস্ফোরক তৈরির ম্যানুয়াল ও মোবাইল।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, আটক তিনজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। যারা কক্সবাজারে থাকা নেতার সাথে পরামর্শের জন্য এসেছিল।

তিনি জানান, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চৌফলদন্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ যোগদান করে।

তিনি বলেন, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনটি নাম পরিবর্তন করে আস শাহাদাহ নামে তৎপরতা চালাচ্ছে। পাশের দেশে থাকা আমীর সালাহউদ্দিনের সাথে যোগাযোগ রেখে শিক্ষার্থী ও কোমলমতিদের টার্গেট জঙ্গি সংগঠনটির।

আনসার আল ইসলাম জঙ্গি সংগঠন কক্সবাজারকে নিরাপদ ঘাঁটি বানাচ্ছে কিনা বা কক্সবাজারে গুরুত্বপূর্ণ নেতা কে, এমন প্রশ্নের জবাব দেননি র‍্যাবের এই কর্মকর্তা।

তবে তিনি জানিয়েছেন, আনসার আল ইসলাম বাংলাদেশে কথিত ইসলামী খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন)  দুপুর তিনটার দিকে কলাতলী সৈকতের সায়মন বিচ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক। পুলিশ বলছে, তারা পর্যটকের নিরাপত্তা বাড়িয়েছে; অথচ রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রে ঘুরছে বিনা বাধায়।
কক্সবাজারে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত