রাজবাড়ীর বালিয়াকান্দিতে দ্রুতগতির একটি ভ্যানচাপায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের টাকাপোড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনিশা (৫) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সড়কের ওপর দাঁড়িয়ে একটি ট্রাক পাটকাঠি লোড করছিল। শিশুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। এসময় পাশ দিয়ে আসা একটি ভ্যান ওই শিশুটিকে চাপা দিয়ে তাকে আহত করে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, সকাল সাড়ে ১১টার সময় ওই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলসহ নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।