ওটিটি প্লাটফর্মে গেলো কয়েকদিনে মুক্তি পেয়েছে একাধিক কন্টেন্ট। মুক্তি পেয়েই আলোচনায় হইচইয়ের ‘অদৃশ্য’। ফারুকীর সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দেখা যাবে চরকিতে। নতুন মুক্তি পাওয়া কন্টেন্টগুলো দর্শকদের মন জয় করে নেবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।
৫ অক্টোবর ওটিটি প্লাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এতে একসাথে জুটি বেঁধেছেন দর্শকের কাছে বহুমুখী চরিত্রের অসামান্য প্রতিভার জন্যে পরিচিত অভিনেতা মাহফুজ আহমেদ ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী অপি করিম।
ওয়েব সিরিজটির গল্প আবর্তিত হয় ব্যবসায়ী আনিস আহমেদকে নিয়ে। যিনিকোনো একদিন নিজেকে একটি পরিত্যক্ত ঘরে বন্দী অবস্থায় পান, কে, কেনো এবং কি কারনে তাকে বন্ধী করা হয়েছে তা জানতেই দেখতে হবে এই ওয়েব সিরিজটি।
চলতি মাসেই বুসান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘অটোবায়োগ্রাফি’। ছবিটি বুসানসহ আরও দু-একটি চলচ্চিত্র উৎসবে দেখানোর পর ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি দেয়া হবে বলে জানান ফারুকী
নেটফ্লিক্সে সপ্তাহখানেক আগে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত চলচ্চিত্র ‘নো হোয়ার’ (Nowhere)। এক গর্ববতী নারীর সমুদ্রের নানান প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার সংগ্রামকেই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটিতে।
এছাড়াও দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে জুলফিকার জাহেদী পরিচালিত মামনুন ইমন অভিনীত চলচ্চিত্র ‘কাগজ’। যারা হলে যেয়ে ছবিটি দেখতে পারেননি তারা এখন ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে দেখতে পারবেন ছবিটি।