সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

‘আলী’র অর্জন বাংলাদেশকে উৎসর্গ করলেন পরিচালক রাজীব

আপডেট : ২৫ মে ২০২৫, ০২:২১ পিএম

কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন। বিশেষ এই সম্মাননা জিতে একাত্তরের ক্যামেরায় রাজীব বলেছেন, তিনি এই সম্মান বাংলাদেশকে উৎসর্গ করেছেন। আর, ছবির অভিনেতা আল আমীন বললেন, আলী বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করলো। 

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বাংলাদেশের জন্য এমন গর্বের দিন আগে কখনো আসেনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার।

সম্মাননা হাতে আদনান আল রাজীবের আনন্দ ছিলো অতুলনীয়। তিনি বলেন, আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি এটা আমার সত্য।

১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন। সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি।

প্রেস কনফারেন্সে উইনিং সিটে বসে একাত্তরের প্রতিবেদকের প্রশ্নের জবাবে আদনান আরও বললেন, আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই নিয়ে কাজ করি।

২৩ বছরের আল আমীন সিনেমা আলীর প্রধান চরিত্র আলীর চোখে মুখে তখন উত্তেজনা মেশানো আনন্দ। বলেন, এই অর্জন বাংলাদেশকে সামনে এগুনোর শক্তি দেবে। উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে সেরা হয়েছে ফিলিস্তিনি নির্মাতা তৌফিক বারহামের ‘আই এম গ্লাড ইউ আর ডেড নাউ’ সিনেমাটি। 

কান উৎসবের সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

 

এআরএস
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
বলিউড অভিনেতা, প্রযোজক, নির্মাতা শেখর কাপুর বলেছেন, সিনেমা মরে গেছে? যদি না মরে থাকে তাহলে আমি বলবো, মারা যাচ্ছে। আমাদের দায়িত্ব সিনেমাকে জীবন দেওয়া। এটা অনেক চ্যালেঞ্জিং। প্রযুক্তির আগ্রাসনে...
বাংলাদেশের কোন এক গ্রামের ১৫ বছর বয়সী কিশোর আল আমিনের সংগ্রামের গল্প শুনবে, এবার কান চলচ্চিত্র উৎসব। উৎসবের ৭৮-তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের ছবি ‘আলী’।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮ তম আসরে শর্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।  
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত