সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

১২ দিনে মারিউপোলে দেড় হাজার প্রাণহানি: কুলেবা

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:০৫ পিএম

শনিবার সকাল থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর মারিউপোল ও এর চারপাশের অঞ্চল থেকে তুমুল লড়াইয়ের খবর আসতে শুরু করেছে। বাড়ছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা শুক্রবার এক টুইট বার্তায় জানান, গত ১২ দিনে মারিউপোল শহরে রুশ সামরিক বাহিনীর বোমাবর্ষণে এখন পর্যন্ত এক হাজার পাঁচশ ৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দিমিত্র কুলেবা মারিউপোলের পরিস্থিতিকে "বিশ্বের নিকৃষ্টতম মানবিক বিপর্যয়" বলে বর্ণনা করেছেন।

নিরস্ত্র জনতার উপর হামলার পাশাপাশি মানবিক সহায়তা প্রেরণে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য পুতিন ও রুশ বাহিনীর নিন্দা জানিয়ে তিনি বলেন যে, ইউক্রেন এখন 'রুশ বাহিনীর যুদ্ধাপরাধ বন্ধের জন্য বিমানের প্রয়োজন রয়েছে।' 

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে। যেখানে ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু আশ্রয় নিয়েছিলো। তবে ওই মসজিদ এলাকায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।  

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

শনিবার (১২ মার্চ) জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে বেসামরিক এলাকাগুলোকে টার্গেট করার কথা অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুতিন প্রশাসন।  

সবশেষ জানা গেছে, রাশিয়ার সেনাবাহিনী যখন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে, একই সময়ে বড় ধরনের প্রতিরোধ লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন নগরীর সাধারণ বাসিন্দারা। কিয়েভ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আছে রুশ সেনারা। শহরের চতুর্দিক থেকে তারা অগ্রসর হচ্ছে। এই অবস্থায় তুমুল যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বেসামরিক যোদ্ধারা।   


একাত্তর/আরবিএস  

ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির শর্তাবলিতে রাশিয়া একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন আবহের মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যাচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরে তার সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স। 
অবশেষে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর আসে এমন ঘোষণা।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত