ভারতের অন্ধ্রপ্রদেশে বিয়েবাড়ির বাস খাদে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ মার্চ) রাতে চিতোর জেলার ভাকারাপেট ঘাট রোডে যাত্রীবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই ভাকারাপেট মন্দির শহর তিরুপতি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
বিয়েবাড়ির উদ্দেশে রওনা দেওয়া বাসটিতে ৫২ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়।
তিরুপতির পুলিশ সুপার জানান, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।
একাত্তর/এসজে