সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত সাড়ে তিন কোটি মানুষ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৩৩ পিএম

পাকিস্তানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত তিন কোটি ৩০ লাখ মানুষ। বন্যা মোকাবিলায় ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা পেতে দেশটি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে দেশটি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বন্যায় প্রায় ৩ কোটি ৩০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। এবারের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সঙ্গে ২০১০-১১ সালের ভয়াবহ বন্যারই তুলনা চলে, বলেছেন শাহবাজ।

image


এক যুগ আগের ওই বন্যাকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বাজে ভয়াবহ বলা হয়।

বর্ষার দুর্যোগ মোকাবেলায় করা আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য কয়েকটি দেশ সাড়া দিলেও এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আরও অর্থ প্রয়োজন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

image


জুন থেকে শুরু হওয়া বন্যা এরই মধ্যে হাজারের বেশি লোকের প্রাণ কেড়ে নিয়েছে, লাখো মানুষকে করেছে উদ্বাস্তু; এর পরিস্থিতিতে জনগণকে সহায়তায় পাকিস্তান সরকার তার ক্ষমতার সর্বোচ্চটাই করছে, বলেছেন সালমান সুফি নামের ওই কর্মকর্তা।

খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একাধিক নদীর পানি তীর অতিক্রম করে লোকালয়ের গভীরে ঢুকে পড়ার পর হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

image


‘বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে ঘর আমরা বানিয়েছি, তা আমাদের চোখের সামনে ডুবতে শুরু করে। আমরা রাস্তার পাশে বসে থেকে আমাদের স্বপ্নের বাড়িকে ডুবে যেতে দেখেছি,’ প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেন ২৩ বছর বয়সী জুনাইদ খান।

আরও পড়ুন: ত্রিপোলিতে দিনব্যাপী লড়াইয়ে ২৩ জন নিহত

বন্যা দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশেরও ব্যাপক ক্ষতি করেছে, উদ্বাস্তুতে পরিণত করেছে হাজার হাজার মানুষকে।

image


বিবিসির সঙ্গে কথোপকথনে সুফি জানান, আন্তর্জাতিক সাহায্যের জন্য পাকিস্তান এখন মরিয়া। ‘অর্থনৈতিক বিভিন্ন কারণ নিয়ে হিমশিম খাচ্ছিল পাকিস্তান, যে-ই সেখান থেকে খানিক উত্তরণ শুরু হয়েছিল, বর্ষার দুর্যোগ তাতে বাধ সাধল,’ বলেছেন তিনি।

চলমান অনেক উন্নয়ন প্রকল্পের অর্থও এখন বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

image


এবারের বন্যার ভয়াবহতার জন্য কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও স্থানীয় সরকারের দুর্বল পরিকল্পনা পরিস্থিতি আরও খারাপ করায় ভূমিকা রেখেছে। 


একাত্তর/জো 

পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় অংশ নেয়া সন্ত্রাসবাদীদের ‘মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে মঙ্গলবার বৈসরন উপত্যকার ২৬ জন নিহতের নেপথ্যে ইসলামাবাদের কোন ভূমিকা নেই বলে দাবি করেছেন...
নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনারা গুলি চালানোর পর তার ‘পাল্টা জবাব’ দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
এবার পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো পাকিস্তান। ভারতকে নিজেদের আকাশসীমা আর ব্যবহার করতে দেবে না পাকিস্তান।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে এক বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। এমনকি বক্তব্য শেষ শেষ করতে না দিয়ে ওই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত