ইকুয়েডরের বৃহত্তম কারাগারগুলোর একটিতে বন্দিদের মধ্যে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছে বেশ কয়েকজন। মাদক চোরাচালানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারনা পুলিশের।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকুঙ্গা কোটোপ্যাক্সি জেলে সংঘর্ষে নিহতদের মধ্যে একজন কথিত মাদক চক্রের প্রধান নেতা লিয়েন্দ্রো নরেরোও রয়েছে। অর্থ পাচারের অভিযোগে মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে দেশটির দক্ষিণাঞ্চলের ওই কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট ও পুলিশ অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।
দেশটির কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের এ সংঘর্ষে বন্দিরা বন্দুক এবং ছুরি নিয়ে লড়াই করেছিল। এটি রাজধানী কুইটো থেকে ৮০ কিমি (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত। এখন পর্যন্ত ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।
কারাগারটিতে কমপক্ষে চার হাজার তিনশ' বন্দি রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার।
আরও পড়ুন: পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা যে কোন দিন
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় কারাগারে চারশ'রও বেশি বন্দি প্রাণ হারিয়েছে।
ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। এ কারণে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন।
একাত্তর/আরবিএস