সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

গুয়াতেমালায় দূষিত খাদে পড়লো যাত্রীবাহী বাস, নিহত ৫১

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় হাইওয়ে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার এক প্রতিবেদনে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গুয়াতেমালা সিটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে পড়ে বাসটি ডুবে যায়। পরে বাসটি থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অনেকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন। 

আরবিএস
উত্তর মেক্সিকোতে রোববার নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি সান্তিয়াগো এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন।
থাইল্যান্ডে ডাবল-ডেকারের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত