মধ্য-আমেরিকার দেশ গুয়াতেমালায় হাইওয়ে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস দূষিত খাদে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গুয়াতেমালা সিটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে পড়ে বাসটি ডুবে যায়। পরে বাসটি থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অনেকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে বলে দেখা গেছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।