সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:৪০ পিএম

ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।

এএফপির খবরে বলা হয়, ইরান এ বৈঠক আহ্বানের অনুরোধ জানায়, আর রাশিয়া ও চীন এতে সমর্থন দেয় বলে একটি কূটনৈতিক সূত্র এএফপিকে নিশ্চিত করেছে।

সূত্রমতে, ইসরাইলের সাম্প্রতিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি পেশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

চিঠিতে আরাগচি উল্লেখ করেছেন:

  • ইসরাইলের এ বর্বর হামলাগুলো শুধুমাত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন অনুযায়ী এগুলো স্পষ্ট আগ্রাসন এবং যুদ্ধাপরাধ—বিশেষ করে জেনেভা কনভেনশন অনুযায়ী।
  • তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
  • চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবকে এই আগ্রাসনের নিন্দা জানাতে এবং জরুরি, সুস্পষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
  • তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
  • আরাগচি সতর্ক করেন, এ হামলার প্রতিক্রিয়ায় যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এটি আগ্রাসনকে উৎসাহিত করবে, দায়মুক্তিকে পুরস্কৃত করবে এবং ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলে আরো বিশৃঙ্খলা ডেকে আনবে।
  • তিনি জোর দিয়ে বলেন, ইরান তার আত্মরক্ষার অধিকার সংবিধান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষণ করে, এবং অবৈধ ও কাপুরুষোচিত এ হামলার জবাবে উপযুক্ত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।
  • তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জনগণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
  • শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল এ বেপরোয়া আগ্রাসন ও কৌশলগত ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হবে।
একাত্তর/আরএ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
হোয়াইট হাউজে দুই দফা বৈঠকের পর মুখ খুললেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আশা করেন, হামাসের সঙ্গে জিম্মি মুক্তির একটি চুক্তি কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে। 
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
গেলো জুন মাসে ১২ দিনের সামরিক সংঘাত চলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিলো ইসরাইল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই এম দাবি করেছেন।
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত