ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
এএফপির খবরে বলা হয়, ইরান এ বৈঠক আহ্বানের অনুরোধ জানায়, আর রাশিয়া ও চীন এতে সমর্থন দেয় বলে একটি কূটনৈতিক সূত্র এএফপিকে নিশ্চিত করেছে।
সূত্রমতে, ইসরাইলের সাম্প্রতিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি পেশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
চিঠিতে আরাগচি উল্লেখ করেছেন:
- ইসরাইলের এ বর্বর হামলাগুলো শুধুমাত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন অনুযায়ী এগুলো স্পষ্ট আগ্রাসন এবং যুদ্ধাপরাধ—বিশেষ করে জেনেভা কনভেনশন অনুযায়ী।
- তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
- চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবকে এই আগ্রাসনের নিন্দা জানাতে এবং জরুরি, সুস্পষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
- তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।
- আরাগচি সতর্ক করেন, এ হামলার প্রতিক্রিয়ায় যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এটি আগ্রাসনকে উৎসাহিত করবে, দায়মুক্তিকে পুরস্কৃত করবে এবং ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলে আরো বিশৃঙ্খলা ডেকে আনবে।
- তিনি জোর দিয়ে বলেন, ইরান তার আত্মরক্ষার অধিকার সংবিধান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষণ করে, এবং অবৈধ ও কাপুরুষোচিত এ হামলার জবাবে উপযুক্ত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।
- তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জনগণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
- শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল এ বেপরোয়া আগ্রাসন ও কৌশলগত ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হবে।