ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট হবেন বলে জানান বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্যদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি একাত্তরকে ক্রীড়ামন্ত্রী হিসেবে তার এ পরিকল্পনার কথা জানালেন।
পাপন জানান, ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে সচেষ্ট হবেন তিনি। তবে সবগুলো একবারে করা সম্ভব না। তাই এক্ষেত্রে ‘সিলেকটিভ অ্যাপ্রোচে’ যাবেন তিনি।
তিনি জানান, যেগুলোতে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সম্ভব এবং সম্ভাবনাময়, সেসব ক্রীড়ার অগ্রাধিকার ভিত্তিতে মানোন্নয়ন করার চেষ্টা করবেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যমে সবসময় দেখেছেন, ফেডারেশনগুলোর প্রধান বাধা ফান্ড। এ ফান্ডের সমস্যা সমাধানে স্পন্সর সংগ্রহের চেষ্টা চালাবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ক্রিকেট চালাতে গিয়ে দেখেছেন, স্পন্সরের অভাব হয়না। শুধু স্পন্সরদের বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে, তাহলেই সম্ভব বলে মনে করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, দুইটি দায়িত্ব দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং দ্রুতই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি।
তিনি জানান, এই বছরের মধ্যেই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নিজের এই ভাবনার কথা জানান বিসিবি বস।