করোনার প্রকোপ কমে আসায় দুই বছর পর রাজধানীর রাস্তায় দেখা গেলো শোকের গান ‘হায় হোসেন, হায় হোসেন’ সমবেত কণ্ঠে তাজিয়া মিছিল।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে সমবেত কণ্ঠে শোকের গান ‘হায় হোসেন, হায় হোসেন’ এর মাধ্যমে মিছিলটি শুরু হয়। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মিছিলে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সঙ্গে রয়েছেন র্যাব ও বিভিন্ন স্তরে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আয়োজকরা জানিয়েছে, পুলিশের নির্দেশনা অনুযায়ী দা, ছুড়ি, কাঁচি, বল্লমসহ সবধরনের ধাতব অস্ত্র যেগুলো ক্ষতি সাধন করতে পারে; সেগুলো মিছিলে না নিয়ে আসার অনুরোধ করেছি আমরা। আমরা সবাইকে উদ্বুদ্ধ করেছি, যেন মিছিলের পবিত্রতা রক্ষা করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন।
আরও পড়ুন: ডলার কারসাজি: চাকরি হারাচ্ছেন ছয় ব্যাংকের ট্রেজারি প্রধান
দেশে শিয়া সম্প্রদায় মহরম মাসের প্রথম দশদিন শোক স্মরণে নানা কর্মসূচি পালন করে। আশুরার দিনে তাজিয়া বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেন (রা.) এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয়। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়।
একাত্তর/এসি