‘ঢাকার করবস্থানে দাফন করতে গেলেই লাগবে ৩০ থেকে ৫০ হাজার টাকা’- গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এমন তথ্যকে গুজব বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানগুলোতে লাশ দাফনের সাধারণ ফি বাড়ানো হয়নি। সাধারণ কবরের জন্য ৫০০ টাকা আর দরিদ্রদের জন্য ১০০ টাকাতেই দাফন করা যাবে। তবে সংরক্ষিত কবরে নতুন কাউকে দাফনের ফি বেড়েছে ১০ থেকে ২০ হাজার টাকা।
শনিবার (১৩ আগস্ট) একাত্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মেয়র আতিক জানান, ডিএনসিসির ১৪তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংরক্ষিত কবরে দাফনের ফি বাড়ানোর বিষয়ে মেয়র আতিক বলেন, দীর্ঘমেয়াদে কবর সংরক্ষণের নিরুৎসাহিত করতেই এই ফি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে কবরস্থানসহ ঢাকা উত্তরের সব কবরস্থানেই দাফনের নির্ধারিত ফি ৫০০ টাকা নেওয়া হচ্ছে। দরিদ্র ও দুস্থদের জন্য এই ফি ১০০ টাকা।
মেয়র আতিক বলেন, সাধারণ কবরের ফি বাড়ানো হয়নি। কিন্তু সংরক্ষিত কবরে নতুন দাফনের ক্ষেত্রে কেবল ফি বাড়ানো হয়েছে। বনানী কবরস্থানের সংরক্ষিত কোনো কবরে নতুন করে কাউকে দাফন করতে হলে এখন ৫০ হাজার টাকা ফি দিতে হবে। আগে এটি ছিলো ৩০ হাজার টাকা। আর অন্য কবরস্থানে এই খরচ বেড়েছে ১০ হাজার টাকা।
আরও পড়ুন: রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আটজনের কেউই বাঁচলো না
অপরদিকে ঢাকা দক্ষিণের কবরস্থানে সংরক্ষিত কবরে পুনরায় কবর দিতে লাগবে ৫০ হাজার টাকা। আর সাধারণ কবরের ১১০০ টাকা।
একাত্তর/এসি