বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ওপর বিভ্রান্তিমূলক যে প্রচরণা চালানো হচ্ছে তা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা হবে।
আগামী ১১ অক্টোবর সকাল ১১টায় ব্রাসেলসের ইউরোপীয় পার্লামেন্টের স্পিনেলি ৫ই২ কক্ষে আলোচনা অনুষ্ঠানটি হবে। আলোচনার বিষয় হলো- বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা - রেকর্ড স্থাপন (Disinformation Campaign on Democracy and Human Rights in Bangladesh - setting the record straight)।
অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এবং যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেল -এর চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল আলী।