হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হামদর্দের আধুনিক কারখানায় আয়োজিত এক আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এতে স্বাগত বক্তব্য দেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আমিরুল মোমেনীন মানিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক উৎপাদন বশির আহম্মদ, উপ-পরিচালক প্রশাসন এবং পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লিগ্যাল ও প্রটোকল মিজানুর রহমান।
ধর্ম বিষয়ক উপদেষ্টা আলোচনা সভা শেষে হামদর্দ আধুনিক কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গণে ভেষজ বৃক্ষ রোপণ করেন।
ধর্ম উপদেষ্টা আলোচনা সভা শেষে হামদর্দ আধুনিক কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গণে ভেষজ বৃক্ষ রোপণ করেন। পরে তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।