সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী।
সোমবার (২ জুন) দুপুরে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক অংশ নেয়।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, এর মধ্যেই অতি দ্রুত আদালতের রায় উনারা কার্যকর করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
তিনি আরও বলেন, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে, বিলম্ব না করে, আদালতের রায় যাতে দ্রুত কার্যকর এটা করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চেয়ে বড় কথা আদালত আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের রাইট। এই রাইট আমরা ফিরে পেতে চাই। নির্বাচন কমিশন সেটা করবেন বলে আমরা আস্থা রাখতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোববারের আপিল বিভাগের রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিলো, সে অবস্থা ফিরিয়ে দেয়ার জন্য আদেশ দেয়া হয়েছে। যেমন- ২০০৮ সালে আমি নির্বাচন করেছি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং এমপি নির্বাচিত হয়েছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালে আমাদের নিবন্ধন বাতিল করার আগে প্রতীকও ছিলো।
বৈঠক অংশ নেয়া জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবীরা হলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত নেতা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির।
এর আগে, রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।