সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
 

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী

আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী।

সোমবার (২ জুন) দুপুরে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এই আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক অংশ নেয়। 

দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, এর মধ্যেই অতি দ্রুত আদালতের রায় উনারা কার্যকর করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। 

তিনি আরও বলেন, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে, বিলম্ব না করে, আদালতের রায় যাতে দ্রুত কার্যকর এটা করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চেয়ে বড় কথা আদালত আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের রাইট। এই রাইট আমরা ফিরে পেতে চাই। নির্বাচন কমিশন সেটা করবেন বলে আমরা আস্থা রাখতে চাই। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোববারের আপিল বিভাগের রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিলো, সে অবস্থা ফিরিয়ে দেয়ার জন্য আদেশ দেয়া হয়েছে। যেমন- ২০০৮ সালে আমি নির্বাচন করেছি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং এমপি নির্বাচিত হয়েছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালে আমাদের নিবন্ধন বাতিল করার আগে প্রতীকও ছিলো।

বৈঠক অংশ নেয়া জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবীরা হলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত নেতা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির।

এর আগে, রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।

আরবিএস
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনের তারিখ ও প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে। গত ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চীন সফরের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে ঢাকাস্থ চীনা দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয় করেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ...
গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদারাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে তোপের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত