সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

কী আছে আইফোন ১৫ তে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম

বিশ্বের প্রভাবশালী মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৫ ও ১৫ প্রোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান গ্রেগ জসভিয়াক এই দুই পণ্যের বিশেষত্ব তুলে ধরে বলেন, ‘আইফোন ১৫ ও ১৫ প্রো আমাদের সেরা ও সর্বকালের সেরা পণ্য’।

অ্যাপলের এই পণ্যে থাকছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স এবং মোবাইল গেমিংয়ে সহায়তা করবে।

প্রতিষ্ঠানটি পক্ষ থেকে দাবি করা হয়, এ ফোনের ক্যামেরার ক্ষমতা ‘সাতটি পৃথক লেন্সের’ সমান। এর ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে খুব অল্প আলোতেও সুন্দর ছবি তোলা যাবে।

টাইটেনিয়াম রাসায়নিক উপাদানে তৈরি আইফোন ১৫ ও ১৫ প্রো ম্যাক্সের স্ক্রিন যথাক্রমে ছয় দশমিক এক ইঞ্চি ও ছয় দশমিক সাত ইঞ্চি। এগুলোয় ব্যবহার করা হয়েছে এ-সেভেনন্টিন প্রো চিপ। অ্যাপলের দাবি, এই চিপের কারণে যেকোনো স্মার্ট ফোনের তুলনায় খুবই দ্রুতগতির পারফরমেন্স পাওয়া যাবে আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে।

ডিসপ্লে ও ফ্রেম

ডায়নামিক আইল্যান্ড ফিচার গত বছর শুধু প্রো মডেলগুলোতে থাকলেও এবার ১৫ ও ১৫ প্লাসেও এই ফিচারটি যুক্ত করা হয়েছে। ১৫ মডেলের ডিসপ্লের আকার ৬ দশমিক ১ ইঞ্চি এবং ১৫ প্লাস মডেলের ডিসপ্লের আকার ৬ দশমিক ৭ ইঞ্চি।

আইফোন ১৫ এবং ১৫ প্লাস -এ স্ক্রিন আরও বেশি উজ্জ্বল করা হয়েছে, ক্যামেরা সিস্টেমও আগের চেয়ে উন্নত। এছাড়া আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্সে টাইটানিয়াম ফ্রেম যুক্ত করা হয়েছে, এর মানে হচ্ছে এটির শক্তি আগের তুলনায় বেড়েছে।

রঙ

বেশ কিছুদিন আগেই প্রথাগত সাদা রঙের সীমাবদ্ধতা থেকে বের হয়ে এসেছে অ্যাপল। ১৫ ও ১৫ প্লাস মডেলগুলো নতুন গোলাপি, হলুদ, নীল ও কালো রঙে পাওয়া যাবে। আর ১৫ প্রো মডেল পাওয়া যাবে ব্ল্যাক টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম, ব্লু টাইটানিয়াম ও ন্যাচারাল টাইটানিয়াম রঙে।

নতুন অ্যাকশন বাটন

প্রো এবং ম্যাক্সে আগের মিউট সুইচ এর জায়গায় এখন একটি ‘অ্যাকশন বাটন’ রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশন ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে।

দাম

যুক্তরাজ্যে আইফোন ১৫ এর দাম ৭৯৯ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৯ হাজার টাকা থেকে শুরু হবে। আর আইফোন ১৫ প্রো এর দাম ৯৯৯ পাউন্ড থেকে শুরু হবে অর্থাৎ এক লাখ ৩৬ হাজার টাকার বেশি।

পিপি ফোরসাইট এর প্রতিষ্ঠাতা ও বিশ্লেষক পাওলো পেসক্যাটর বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সংকটের এই সময়টাতে নতুন ডিভাইসের জন্য টাকা বের করতে ভোক্তাদের রাজি করানোটা সহজ হবে না।

কবে আসবে বাজারে?

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যাপলের সদ্য ঘোষিত নতুন সিরিজের আইফোনগুলো ২২ সেপ্টেম্বর বাজারে আসবে। একই দিনে প্রতিষ্ঠানটি স্পোটর্সবান্ধব অ্যাপল ওয়াচ আলট্রা টুও বাজারে আনবে।

নতুন আইফোনে বহুল প্রতীক্ষিত ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। ফলে অ্যাপলের নিজস্ব উদ্ভাবিত লাইটনিং পোর্টের যুগের অবসান হলো। এছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ৯, ওয়াচ আলট্রা ২, ওয়াচ, আইফোন, টিভি ও ম্যাকের জন্য নতুন অপারেটিং সিস্টেমেরও ঘোষণা দিয়েছে অ্যাপল।

একাত্তর/আরএ
আইফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এবার ভারতে আইফোন তৈরির কথা ভাবছে অ্যাপল।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করে অ্যাপেল যখন স্মার্টফোনের বাজারে মাত করার স্বপ্নে বিভোর ঠিক তখনই তাদেরকে বড় এক ধাক্কা দিলো প্রতিদ্বন্দ্বী চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।
আইফোন ১৬ সিরিজের ফোন লঞ্চ করেছে অ্যাপল। সোমবার ক্যালিফোর্নিয়ায় ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি লঞ্চ করা হয়েছে। সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন।
আইফোনের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের চাইতেও শক্তিশালী ও জনপ্রিয় ফিচার ধরা হয় ফেস আইডিকে। কিন্তু সম্প্রতি ‘গোল্ডডিগার’ নামে একটি নতুন ম্যালওয়্যার আইফোনের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ম্যালওয়্যার...
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত