বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে প্রায় অর্ধ শতাধিক ধর্মীয় ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
বিশ্বের ১৫০টি দেশে একযোগে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সামনে এই বিক্ষোভ কর্মসূচির পালন করে আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকন, সেক্যুলার বাংলাদেশ, সনাতন অ্যাসোসিয়েশন, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গ্রেট ব্রিটেনসহ ব্রিটেনের প্রায় অর্ধ শতাধিক ধর্মীয় ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
এসময় ইংল্যান্ডের বিভিন্ন শহরের থেকে শত শত প্রতিবাদকারী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বাংলাদেশে সংখ্যা লঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে শ্লোগান দেয়।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
আরও পড়ুন: একটি মহল চায় না দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক: প্রধানমন্ত্রী
বক্তারা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ১৯৭২ সালের সংবিধানের পুনপ্রতিষ্ঠার পাশাপাশি পাঠ্যক্রম ধর্মনিরপেক্ষ ও মানবিক দর্শনের সংস্কার ও ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধের দাবি জানান।
একাত্তর/এসি