সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

ঢাকা উত্তরে ‘অলিগলি হালখাতা’য় বর্ণিল বাংলা নববর্ষ বরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:১৬ এএম

‘অলিগলি হালখাতা’ নামে গুলশানে প্রথমবারের মতো হয়ে গেলো বৈশাখী এক আয়োজন। শাহাবুদ্দিন পার্কে নাগরিক সমাজের দিন ব্যাপী আয়োজন মুখর ছিলো মন্ত্রী, আমলা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিল্পী আর সাধারণ মানুষের পদচারণায়। এর উদ্বোধন করে বছরের প্রথম দিন থেকেই পরিচ্ছন্ন নগর গড়ার আহবান জানান উত্তরের মেয়র। 

রোববার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের বৈশাখী আয়োজনটি ছিল বেলা ১১টা থেকে। শিশু থেকে শুরু করে বয়স্করাও দেখেছেন হালখাতা, চোখ রেখেছেন বাইস্কোপে। জানিয়েছেন মুগ্ধতার কথা। 

চারুকলার মঙ্গল শোভাযাত্রা আর রমনার বটমূল থেকে অনেকেই সরাসরি চলে আসেন এখানে। আয়োজনের পরিবেশ আর পরিধি দেখে রীতিমতো উচ্ছ্বাসিত তারা। সেই তালিকায় ছিলেন খোদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, এই মেলায় সাধারণ একজন নাগরিক হিসেবে আমি পরিবারসহ মেলায় অংশ নিতে এসেছি। 

নাচ-গান আর ঢোলের তালে আয়োজনের শুরুটা হয় বেলা সাড়ে ১১টার দিকে। এসময় অতিথিরা জানান, চিন্তার সংস্কৃতির লেনদেন, আলাপ-উৎসব সবকিছু ঢাকা দক্ষিণ কেন্দ্রিক দেখা গেলেও উত্তরে তেমনটা দেখা যেতো না। এবার সেই নিয়ম ভাঙলো। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অপরাজিতা হক বলেন, আবহমান কাল ধরে বাংলার যাত্রাপালা, কবিতা, গান, নাচ, আলপনায় রাঙানো রঙিন সংস্কৃতি এদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ।  

চিত্রশিল্পী হাশেম খান বলেন, সংস্কৃতির বলয় ভেঙে ঢাকা শহরের চৌহর্দি পেরিয়ে গ্রামে-গঞ্জে, মফস্বলে শহরে ছড়িয়ে গিয়েছে।

অলিগলি হালখাতার সমন্বয়ক এবং একাত্তর টেলিভিশনের হেড অব এডিটোরিয়াল নূর সাফা জুলহাজ বলেন, এই আইডিয়া বাংলাদেশ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে। এই আইডিয়া আমাদের কালচারাল কারেন্সি হতে পারে। আমাদের সাংস্কৃতিক বিনিময়ের বড় জায়গা বাংলা নববর্ষ। 

আয়োজনের উদ্বোধন করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, শহর পরিচ্ছন্ন রাখার শপথ নিয়েই শুরু হোক নতুন বছর। তিনি বলেন, মনের আবর্জনাকে যদি আমরা মুছে ফেলতে পারি, তাহলে কেউ শহরে আর আবর্জনা ফেলবো না; এটি হোক আজকের প্রতিজ্ঞা।

উৎসব সার্বজনীন। আর এই সার্বজনীন উৎসব তখনই পূর্ণতা পায়, যখন সেটি চার পাশে ছড়িয়ে দেওয়া যায়। এই উদ্দেশেই আজকের আয়োজন। আয়োজকরা প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ থেকে সারা বিশ্বে বাঙালির এই উৎসবকে ছড়িয়ে দিতে চান।  

এর আগে রাতে চৈত্র সংক্রান্তির আলপনা উৎসব হয়েছিল এই এলাকায়। সেখানেও অংশ নিয়েছিলেন বিশিষ্টজনরা। 

 

একাত্তর/এসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো ঢাকা দক্ষিণ সিটির ৪৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ বাড়িতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
বাংলা নববর্ষে পূজা-পার্বণ এবং ধর্মীয় রীতি ও আচার মেনে অনুষ্ঠিত হলো হালখাতা। পুরনো হিসেব চুকিয়ে, দেনাদারকে মিষ্টিমুখ করিয়ে, নতুন খাতা খুললেন পাওয়াদাররা। ব্যবসায়ীরা জানান শত বছরের ঐতিহ্য অনুযায়ী...
বঙ্গাব্দ ১৪৩০ এর সূর্য ইতিমধ্যে পশ্চিম হেলেন দিয়েছে। কিছুক্ষণ বাদেই অস্ত যাবে। আর রোববারের ভোর হতেই পূবআকাশে উঠবে ১৪৩১ এর নতুন সূর্য। পুরনো বছরের গ্লানি, জরা মুছে জাতি আন্দোৎসবে নতুন বর্ষবরণে উন্মুখ।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত