সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে আনসারদের সংঘর্ষে বেধড়ক মারপিটের শিকার হয়ে চিকিৎসাধীন শাহিন হাওলাদার (৪৫) মারা গেছেন। তিনি শিক্ষার্থী ছেলেকে উদ্ধারে সচিবালয়ের সামনে গিয়েছিলেন।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
শাহিনের বাড়ি মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন খিলগাঁওয়ের গোড়ানে থাকতেন।
নিহত শাহিনের ছেলে কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল বলেন, সেদিন (২৫ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে তিনি ত্রাণ সংগ্রহ করছিলেন। আনসার সদস্যরা সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন এ খবর পেয়ে তিনিও সেখানে যান।
বিশাল বলেন, রাত ৯টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি আমরা। আমার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালক,বেশির ভাগ সময় থাকতেন পল্টনে। তখন সেখান থেকে বের হওয়ার জন্য গাড়ি চালক বাবাকে ফোন করি। তাদের সেখান থেকে উদ্ধার করতে বলেন।
কিন্তু ছেলেকে উদ্ধারে এসে সংঘর্ষের মাঝে পড়ে যান শাহিন হওলাদার। আনসারদের মারধরে মারাত্মক আহত হন তিনি। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিশাল।