সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় শনাক্ত এক

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম

বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত দুইটি ভাস্কর্যে শনিবার (১২ এপ্রিল) ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। তদন্তে নেমেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিভ মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক শিল্পী এবং কলাকৌশুলীরা।

ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

ঘটনার পরপরই প্রোক্টোরিয়াল টিমসহ প্রশাসনিক সব কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে।

তবে, চলতি বছরের আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতির নিরাপত্তায় নিয়োজিতরা ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাবেন এটা মেনে নেয়া যায় না বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির প্রধান।

বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকরা জানান, এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না।

নির্দিষ্ট সময়েই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও দৃঢ়ভাবে জানান তারা।

একাত্তর/আরএ
বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সকাল ৯টায় শোভাযাত্রার শুরু হয়। এতে অংশ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতিতে আগুন দেওয়া যুবককে চিহ্নিত করা গেছে।
চারুকলার মোটিফে আগুন দেয়ার ঘটনায় দোষীদের ধরার খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ। রমনা বটমূলে রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতি দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত