ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।
বৃহস্পতিবার সকালে গুলশানে ডিএনসিসি ভবনের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। এ সময় তারা বলেন, দেশে কোন ভাবে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান হতে দেয়া যাবে না।
বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
ভবনটির সামনে অবস্থান নিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান, দলটির নেতা কর্মীরা। তাদের অভিযোগ, নিষিদ্ধ একটি দলের সঙ্গে সম্পর্ক আছে প্রশাসকের।
একই সঙ্গে সমাবেশ থেকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে নানা দিকের বৈষম্য ও দুর্নীতির কথা তুলে ধরেন গণ অধিকারের বক্তারা।
এ সময় দুই ছাত্র উপদেষ্টার অপসারণও দাবি করে গণঅধিকার পরিষদ। দলটি এমন এক সময় ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিলো, যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।