ঈদের ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে রোববার (১৫ জুন) প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না চিরচেনা সেই যানজট।
ট্র্যাফিক পুলিশ বলছে, আগামী সপ্তাহ থেকে পুরো দমে চাপ পড়বে রাজধানীতে। অফিসগুলোতে এখনো শুরু হয়নি পূর্ণ ব্যস্ততা।
সরেজমিনে কর্মব্যস্ততে নগরীর প্রথম প্রহরে দেখা যায়, নির্মল জীবন কাটিয়ে ব্যস্ততার নগরীতে প্রথম কর্মদিবসেই মানুষকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। শুরুর কর্ম দিবসে নগরীতে তেমন যানজট চোখে না পড়লেও অনেক রুটেই ছিলো ব্যস্ততা, আবার কিছু পরিবহনে স্বাচ্ছন্দ্যেই যাত্রা করেছে কর্মজীবী মানুষ।
তবে ব্যস্ততা শুরু হয়নি অফিসের কর্মযোগে। সকালে ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের দিলকুশার ব্যাংকগুলোতে দেখা যায়নি তেমন ভিড়। অনেক উৎসব আমেজেই কাজ করে যাচ্ছেন ব্যাংকের কর্মীরা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিলকুশা ব্রাঞ্চের ম্যানেজার মো. এনায়েত উল্লাহ জানান, এখনো চাপ কিছুটা কম। তবে দুই একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ব্যাংকগুলোর পুরাদস্তুর ব্যস্ততা।