কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে মজুদকৃত এক হাজার তিনশ' ৮৬ লিটার টিসিবির তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত তেল স্থানীয় দুটি কওমী মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার করিমগঞ্জের নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় বাজারের আব্দুল্লাহ ট্রেডার্সেও গুদামে টিসিবির সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। এতে এক হাজার তিনশ' ৮৬ লিটার ফোরটিফাইড সয়াবিন তেল জব্দ করা হয়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল দুটি কওমী প্রতিষ্ঠান মিসিরননেছা এতিমখানা এবং নাজমা রায়হান বাইতুল কোরআন কওমী হাফিজিয়া মাদ্রাসাকে দান করা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে চিনির মূল্য তালিকা টানানো না থাকায় বাজারের মা মণি স্টোরকে এক হাজার, আউয়াল স্টোরকে এক হাজার টাকা ও কাজল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়: ওবায়দুল কাদের
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ -এর অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।
অভিযানে করিমগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আশরাফুল আলমসহ পুলিশের একটি টিম অংশ নেন।
একাত্তর/আরবিএস