রাজবাড়ীতে ট্রাকচাপায় মোঃ পারভেজ(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কামালদিয়া ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
নিহত পারভেজ রাজবাড়ী পৌর শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার আবু বক্কারের ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ মাহামুদূন বলেন, মোটরসাইলেকে আহলাদিপুর থেকে শহরের দিকে যাচ্ছিলেন পারভেজ। পথে কামালদিয়া ব্রীজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এসময় স্থানীয়রা তাকে গুরুত্বর আহত আবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়। ঢাকাতে নেওয়া পথে বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক বলেন, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতককে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।