প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট দিয়ে কর্মস্থলের উদ্দেশে ফিরতে শুরু করেছে মানুষ। ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ভোগান্তি। দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে ঘাটে এমন চিত্র দেখা গেছে।
যাত্রীরা জানান, এ বছর বাড়ি ফেরার সময় যেমন ভোগান্তি হয়নি, আবার কর্মস্থলে ফেরার সময়ও কোনো ভোগান্তি নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক রুহুল আমীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭ টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পারছে।