সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

নবজাতক বেচে নাকের নথ, নূপুর, মোবাইল, জুতা কেনেন মা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পিএম

চার মাসের এক নবজাতককে বিক্রি করে দিয়ে শখের নানা উপকরণ কিনেছেন এক মা। ৪০ হাজার টাকায় ওই নবজাতক বেচে তিনি নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা কেনেন। এ খবর পুলিশের কানে গেলে শিশুটিকে উদ্ধার করে আবারও মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। মায়ের ভাষ্য, ‘মাথা ঠিক ছিল না। ... এইডা ঠিক হয়নি।’

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপর উপজেলার পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায়। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির বাবা ঘটনাটি পুলিশে জানায়। পরে সারারাত অভিযান চালিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং মায়ের কোলে ফিরিয়ে দেয়। 

পরিবার জানায়, দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। স্বামী রবিউলের অসচ্ছলতার কারণে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে অশান্তি দেখা দেয়। এমন অবস্থায় রবিউল সংসারে শান্তির জন্য বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করে। চার মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। 

স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে এবং জানায় সংসার করবে না। এরপর কয়েক দফা অনুরোধ করলে সে ফেরেনি।

তিনি জানান, বৃহস্পতিবার লাবনী জানায় সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ডেকে বাড়ি নিয়ে আসি। এ সময় সে সন্তান বিক্রির কথা স্বীকার করে এবং পরে পুলিশে জানানো হয়। 

মা লাবনী আক্তার লিজা বলেন, ‘আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় সন্তান বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনছি। এইডা আমার ভুল হইছে।’

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবীর সাংবাদিকদের বলেন, লাবনী নামের এক মা তার চার মাসের ছেলেকে বিক্রি করেছেন বলে আমাদের জানান। পরে ওসি (তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গলায় ছুরিকাঘাতসহ শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী।
ঈদযাত্রায় উত্তরবঙ্গের লেনে গাড়ি চাপ বাড়লে ঢাকামুখী গাড়ির জন্য বিকল্প ভাবছে টাঙ্গাইলের পুলিশ। তারা বলছেন, যদি ওই লেনে গাড়ি চাপ থাকে তাহলে ভুয়াপুরের গোল চত্বরে থেকে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকামুখী...
টাঙ্গাইলে জর্ডান থেকে ফেরত এক নারী ও তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লুট হওয়া তিনটি মোবাইল ও ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরে সানিম হোসাইন নামে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে এর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরিবার ও স্থানীয়রা তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ...
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত