সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

প্রণোদনার সার বেচে দিলেন এক কর্মকর্তা, ফেরালেন আরেকজন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এক উপ সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সরকারের প্রণোদনার আড়াই মেট্রিক টন রাসায়নিক সার বেচে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই সার দোকান থেকে ফিরে এনেছেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার একটি দোকান ও বাড়ি থেকে ওই সারগুলো ফেরত নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, ওই দোকান ও বাড়ি একই ব্যক্তির।

পরে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান সার কেলেঙ্কারির এই তথ্য জানান। 

কৃষি অফিসের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাড়ে ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সার-বীজ বিতরণ কার্যক্রম চলছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। একেক দিন একেক ইউনিয়নের কৃষকদের দেওয়া হচ্ছে এসব সার-বীজ। 

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষকদের বিতরণের আড়াই মেট্রিক টন সার বেচে দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দীন। ওই সার কেনেন মহাডাঙ্গা এলাকার সার ব্যবসায়ী সাইফুল ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম। 

বিষয়টি জানাজানি হলে সোমবার সন্ধ্যায় মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়। 

সারের ক্রেতা সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাকিব বলেন, ওই কর্মকর্তা পূর্ব পরিচিত। তিনি সার বিক্রির জন্য যোগাযোগ করেন। আমরা প্রথমে কিছু না বুঝেই সারগুলো কিনি। কিন্তু পরে উপজেলা কৃষি কর্মকর্তা দোকানে এসে তা ফিরিয়ে নিয়ে যান।

তার ভাষ্য, সারগুলো প্রণোদনার, এটা আগে ওই কৃষি কর্মকর্তা বলেননি। এটা জানলে সেগুলো কিনতাম না। তবে একজন কৃষি কর্মকর্তা কোথা থেকে সার বিক্রি করছেন এমন প্রশ্ন করা হলো তা এড়িয়ে যান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার উপ সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দীনকে ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি। 

কৃষি উদ্যোক্তা ও আমচাষী গোলাম মোস্তফা সুমন জানান, চাঁপাইনবাবগঞ্জে সারের আবস্থা ভয়াবহ। নগদ টাকা দিয়েও ন্যায্যমূল্যের সার মিলছেনা। এ নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তালিকা সংগ্রহের পর নিরপেক্ষ বিতরণকারীর উপস্থিতিতে সার বিতরণ করা হয়। কিন্তু অভিযুক্ত কৃষি কর্মকর্তা সই জাল করে সারগুলো নিয়েছিলেন। উদ্ধারের পর সেগুলো কৃষি অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হচ্ছে। তদন্তের পরই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
সীমান্ত হত্যার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় পথ ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন। এ বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে...
আবারও ঝুলে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি। ইসরাইলের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইল ও হামাসের মধ্যে কাতারে চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনায় যে ব্যবধান রয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত