সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

বাড়িতে ঢুকে বাবা-মাকে মেরে তরুণী অপহরণ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ করা হয়। এর তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, এসময় আশপাশের বহু নারী-পুরুষ দাঁড়িয়ে থাকলেও কাউকে সেভাবে প্রতিরোধ করেন নাই। 

আটক তরুণের নাম মেসকাত হোসেন সঞ্চয় (২০)। তিনি মোঘলটুলী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার জানায়, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। আজ বাড়িতে হামলা, লুটপাট ও আমাদের মারধর করে মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করেন তারা। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী। বাসায় ফেরার পরেই সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোড়া নিয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করা হয়।  পরে শিক্ষার্থীকে টেনে হেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল পাঁচটার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়।  

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গলায় ছুরিকাঘাতসহ শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী।
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে।
লক্ষ্মীপুরে সানিম হোসাইন নামে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে এর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরিবার ও স্থানীয়রা তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ...
কুমিল্লায় আট বছরের একটি ছেলে শিশুকে মসজিদে নিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ ওই মসজিদের ইমামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত