সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

নিখোঁজ সাবমেরিন: দ্রুত ফুরিয়া আসছে যাত্রীদের অক্সিজেন

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গেলো রবিবার আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমেরিন 'টাইটান'। এরপর থেকেই এটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। তবে সময়ের সাথে সাথে নিখোঁজ সাবমেরিনটিতে মজুত থাকা অক্সিজেন ফুরিয়ে আসছে। 

বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, টাইটান নামের সাবমেরিনটিতে এখন যে পরিমাণ অক্সিজেন আছে, তা দিয়ে পর্যটকেরা আর ৩০ ঘণ্টারও কম সময় টিকে থাকতে পারবেন। ফলে পর্যটদের জীবন নিয়ে আশঙ্কা বাড়ছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে তল্লাশিরত কানাডার একটি আকাশযান পানির নিচে 'শব্দ' শনাক্ত করেছে। শব্দের উৎস সন্ধান ও সাবমেরিনটির খোঁজে আটলান্টিক মহাসাগরে প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অভিযান চলছে। 

এর আগে গেলো রবিবার আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকেদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় সাবমেরিনটি। যাত্রার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় ছোট সাবমেরিনটির সঙ্গে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এটিকে শেষবার মতো সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মাইলেরও বেশি নিচে শনাক্ত করা হয়েছিল।

image

এদিকে সাবমেরিনটিতে থাকা পাঁচ যাত্রীর পরিচয় নিশ্চিত করেছে বিবিসি। তারা হলেন- ৫৮ বছর বয়সী ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, ৪৮ বছর বয়সী পাকিস্তানি নাগরিক শাহজাদা দাউদ, তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান দাউদ, ৭৭ বছর বয়সী ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল হেনরি এবং ওশেনগেট কোম্পানির প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাশ।  

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সাগরের নিচ থেকে ভারী বস্তু তোলার জন্য একটি বিশেষ উইঞ্চ সিস্টেম (টেনে তোলার যন্ত্র) এবং অন্যান্য সরঞ্জামসহ কর্মীরা এ উদ্ধার অভিযানে যোগ দেবেন।

image

আর পেন্টাগন বলেছে, তারা একটি সি১৩০ এবং তিনটি সি-১৭ বিমান মোতায়েন করছে। ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটও আন্ডারওয়াটার রোবট পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইউএস কোস্ট গার্ড ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক সাংবাদিকদের বলেছেন, এটি একটি অত্যন্ত জটিল অনুসন্ধান এবং ইউনিফাইড টিম যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত উপলব্ধ সম্পদ এবং দক্ষতা বহন করার জন্য ২৪ ঘণ্টা কাজ করছে।

উদ্ধারকারীরা অনুমান করেছেন, যাত্রীদের কাছে দুই দিনেরও কম অক্সিজেন অবশিষ্ট রয়েছে, সাবমেরিনটির ৯৬ ঘণ্টা পর্যন্ত জরুরি অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে।


একাত্তর/আরবিএস  

চীনের পরমাণু শক্তিচালিত একটি অত্যাধুনিক সাবমেরিন ডুবে গেছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আর এ ঘটনা চীনা সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা বলেও মনে করছেন তারা। 
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় ২২ আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আরোহীদের বেশির ভাগই পর্যটক। নিখোঁজ হেলিকপ্টারটি উদ্ধারে তল্লাশি অভিযান পরিচালনা করছে দেশটি। 
মালয়েশিয়ার কর্তৃপক্ষ কুয়ালালামপুরের একটি ব্যস্ত রাস্তায় আট মিটার গভীর সিঙ্কহোলে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধার করার চেষ্টা করছে। এখন পর্যন্ত তার কোন চিহ্ন দেখা যায়নি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত